বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।
সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে জানান, প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতেই মূলত এসেছিলেন তাঁরা। রাজনৈতিক বা নির্বাচনী কোনো ইস্যুতে আলোচনা হয়নি।
তিনি বলেন, তারেক রহমান জানিয়েছেন—সবাই দেখা করতে আসায় তিনি নিজেকে একা মনে করছেন না। সবার সঙ্গে থেকে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে চান তিনি। তারেক রহমান বাসযোগ্য রাজধানী, চিকিৎসাব্যবস্থা, কৃষিসহ বিভিন্ন খাতে তাঁর মহাপরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়েও বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলে জানা গেছে।