বৃহস্পতিবার ১৫ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরির বক্তব্য আসছে—মির্জা আব্বাস  জামায়াত আমিরের হুঁশিয়ারি, ভোটে কারচুপি করলে পালাতে হবে  ১০ হাজার ছাড়াল পোস্টাল ভোট, ১৮ আসনে ফল বদলের সম্ভাবনা কতটা  আন্তর্জাতিক অঙ্গনে শোক: ৭২ রাষ্ট্রদূত ও সংস্থার প্রতিক্রিয়া  শাহজালাল (রহ.)-এর মাজার থেকে নির্বাচনী যাত্রা শুরু করবেন তারেক রহমান  তাসনিম জারার মনোনয়ন বৈধ, কৃতজ্ঞতার বার্তা  বিএনপিতে নতুন যুগের, নতুন চেয়ারম্যান জনাব তারেক রহমান  সিইসি: দেশে পাতানো নির্বাচনের কোনো সুযোগ নেই  মন্ত্রিপাড়ায় থাকবেন শুধু মন্ত্রীরা, নির্ধারণ করা হলো ৭১টি বাড়ি  নিরাপত্তা জোরদার: তারেক রহমানের দলে যোগ দিলেন তিন সাবেক সেনা কর্মকর্তা 

সিইসি: দেশে পাতানো নির্বাচনের কোনো সুযোগ নেই 

জানুয়ারি 8, 2026
সিইসি: দেশে পাতানো নির্বাচনের কোনো সুযোগ নেই 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দেশে এবার কোনো পাতানো নির্বাচন হবে না এবং রাজপথে নামারও কোনো প্রয়োজন পড়বে না। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

সিইসি বলেন, নির্বাচন কমিশন ইনসাফ ও ন্যায়বিচারে বিশ্বাসী। আপিল শুনানিতে আইন ও বিধিবিধান অনুসরণ করে সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে সংক্ষুব্ধ যে কোনো পক্ষের আপিলের সুযোগ রয়েছে এবং সবাই সমান ন্যায়বিচার পাবেন। 

তিনি আরও উল্লেখ করেন, অতীতে মনোনয়নপত্র জমার দিনে সহিংসতা ও বোমাবাজির ঘটনা ঘটলেও এবার অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি—এটি একটি ইতিবাচক দিক। 

দূর-দূরান্ত থেকে প্রার্থী ও সমর্থকদের আপিল করতে আসা দেখে সিইসি বলেন, এতে প্রমাণিত হয় যে নির্বাচনের প্রতি জনগণের ব্যাপক আগ্রহ ও বিশ্বাস রয়েছে। কমিশন এটিকে ইতিবাচকভাবে গ্রহণ করছে। 

ইসি সূত্রে জানা যায়, চতুর্থ দিনসহ গত তিন দিনে মোট ২৯৫টি আপিল দায়ের হয়েছে। এর মধ্যে বুধবার ১৩১টি, মঙ্গলবার ১২২টি এবং সোমবার ৪২টি। ৪ জানুয়ারি বাছাইয়ে ৩০০ আসনে জমা পড়া ২,৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১,৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়। 

আপিল দায়েরের সময়সীমা ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। শুনানি ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। ফলাফল মনিটরে প্রদর্শন, ওয়েবসাইটে প্রকাশ এবং সংশ্লিষ্টদের ই-মেইলে পাঠানো হবে। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে কমিশনের এই দৃঢ় অবস্থান দেশবাসীর মাঝে আস্থা জাগাচ্ছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন